আবারো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরএস-১২এম তোপলভ
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরএস-১২এম তোপলভ
রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরএস-১২এম তোপলভের সফল পরীক্ষা করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান এলাকার কাপুস্তিন রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় এবং সেটি সফলতার সঙ্গে কাজাখস্তানে রাখা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- ক্ষেপণাস্ত্রের সাহায্যে উন্নত যুদ্ধ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করে দেখার জন্য আন্তঃমহাদেশীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। গতকালের পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কাজে লাগানো হবে যাতে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতরিক্ষা ব্যবস্থা ভেদ করা যায়।
গত সপ্তাহে রাশিয়ার কৌশলগত বাহিনী অত্যাধুনিক ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইয়ার্স হচ্ছে তোপল-এম ক্ষেপণাস্ত্র সিরিজের সর্বশেষ সংস্করণ এবং কঠিন জ্বালানি চালিত এ ক্ষেপণাস্ত্র একইসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে পারে।#