সিরিয়ার সন্ত্রাসী অবস্থানে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া
রুশ সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা
সন্ত্রাসী গোষ্ঠীটি আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। ইদলিবের পার্শ্ববতী হামা প্রদেশে রুশ সেনাদের ওপর সন্ত্রাসীদের হামলার পরই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে অবস্থিত ভেলিকি নোভগোরোদ সাবমেরিন থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় ৩০০ কিলোমিটার পেরিয়ে লক্ষ্যে আঘাত হেনেছে।
হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর শক্তিশালী আস্তানা, জনবল এবং কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এছাড়া, সন্ত্রাসীদের অস্ত্রাগারও ধ্বংস হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।#