Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আইসিসি-র নতুন নিয়ম চালু বৃহস্পতিবার, অভব্য আচরণে ক্রিকেটারকে বের করে দিতে পারবেন আম্পায়ার





আইসিসি-র নতুন নিয়ম চালু বৃহস্পতিবার, অভব্য আচরণে ক্রিকেটারকে বের করে দিতে পারবেন আম্পায়ার


দুবাই: আগামী বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে আইসিসি-র নতুন নিয়ম। এছাড়াও, খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি জানিয়েছে, আগামী ২৮ তারিখ বা তার পর থেকে যে সিরিজ শুরু হবে, এই নতুন নিয়ম সেখান থেকে কার্যকর হবে।


নতুন নিয়মে মাঠে ক্রিকেটারদের অভদ্র আচরণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন, এবার থেকে কোনও ক্রিকেটার মাঠে খারাপ আচরণ করলে, আম্পায়ার তাঁকে গোটা ম্যাচের জন্য বের করে দিতে পারবেন।

নিয়মে বলা হয়েছে, আম্পায়ার বা অন্য ক্রিকেটারকে হুমকি, ইচ্ছাকৃতভাবে আঘাত করা বা যে কোনও প্রকার হিংসাত্মক অঙ্গভঙ্গি করলে, সংশ্লিষ্ট ক্রিকেটারকে লেভেল ৪-এর আওতায় সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দিতে পারেন আম্পায়ার। লেভেল ১ থেকে ৩ পর্যন্ত আগের মতোই আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিচার হবে।



আরেকটি গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে রান-আউটের ক্ষেত্রে। তা হল, অনেক ক্ষেত্রে রান আউট হওয়া আটকাতে ব্যাটসম্যান রান নেওয়ার সময় দৌড়ের ভারসাম্য রাখতে পারেন না, বা তিনি ঝাঁপিয়ে পড়েন।

সখানে দেখা যায়, তাঁর ব্যাট মাটি ঘেঁষা অবস্থায় পপিং ক্রিজ পার করার পরও গতির জন্য অনেক ক্ষেত্রে ব্যাট হাওয়ায় উঠে যায়। সেই সময় উইকেটের বেল সরিয়ে নেওয়া হলে তিনি রান আউট হন। কিন্তু, নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আর ওই ব্যাটসম্যানকে আউট দেওয়া হবে না।


নতুন নিয়মে ব্যাটের মাপে বদল আনা হয়েছে। আইসিসি জানিয়েছে, ব্যাট ও বলের মধ্যে সামঞ্জস্য আনতে এবার থেকে ব্যাটের ধারের পুরুভাবের একটি নির্দিষ্ট সীমা রাখা হয়েছে।

জানা গিয়েছে, ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ আগের মতোই অপরিবর্তিত থাকবে। কিন্তু এবার কানাগুলির পুরুভাব ৪০ মিলিমিটারের বেশি থাকতে পারবে না। এছাড়া, ব্যাটের মোট পুরুভাব ৬৭ মিমি-র বেশি থাকতে পারবে না। ব্যাট নির্দিষ্ট মাপের মধ্যে আছে কি না, তা পরখ করার জন্য আম্পায়ারদের কাছে থাকবে বিশেষ ব্যাট-গেজ।



পরিবর্তন আনা হয়েছে ডিআরএস পদ্ধতিতেও। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ‘আম্পায়ার কল’-এর ভিত্তিতে কোনও দলের রিভিউ খারিজ হলে সেই রিভিউ আর নষ্ট হবে না। অন্যদিকে, টেস্টের ক্ষেত্রে কোনও দলের দুটি রিভিউ-ই খারিজ হয়ে গেলে ইনিংসের ৮০ ওভারের পর আর কোনও টপ-আপ রিভিউ মিলবে না। টি-২০ ম্যাচেও এবার থেকে চালু হবে এই ডিআরএস ব্যবস্থা।






«
Next
Newer Post
»
Previous
Older Post