Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্যাফেতে গিয়ে ভাঙচুর করলেন জোন্স, হগ পুরোটাই মজা!‌





  ক্যাফেতে গিয়ে ভাঙচুর করলেন জোন্স, হগ পুরোটাই মজা!‌

  ইন্দোর: ভারতের কাছে এভাবে শোচনীয় পরাজয়ের জেরে সিরিজ হারতে হবে, এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছেন না প্রাক্তন দুই অস্ট্রেলীয় তারকা ডিন জোন্স এবং ব্র‌্যাড হগ। এতটাই রেগে গিয়েছিলেন দু’‌জনে, যে একটি ক্যাফে–তে ঢুকে জিনিসপত্র তছনছ করলেন। ভেঙে গুঁড়িয়ে দিলেন টিভি, ল্যাপটপ।

এতদূর পড়ে মনে হতেই পারে যে, খুব নিন্দনীয় কাজ করেছেন দুই কিংবদন্তি। কিন্তু ঘটনা আদৌ তা নয়। পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। ইন্দোরে এমন একটি ক্যাফে রয়েছে, যেখানে মানুষের ‘‌ভাঙার জন্যেই’‌ সাজিয়ে রাখা হয়েছে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, কাপ–প্লেট, গ্লাস–সহ বিভিন্ন দ্রব্য। পয়সার বিনিময়ে জিনিসপত্র ভেঙে নিজের রাগ দমনের এরকমই অভিনব পন্থা বের করেছে ওই ক্যাফেটি। সেখানেই গিয়েছিলেন জোন্স এবং হগ। এবং ক্যাঙারুদের পারফরমেন্সের জেরে ক্ষুব্ধ দুই ক্রিকেটার আশপাশে যা দেখেন, তাই ভেঙে ফেলেন। যে বেসবল ব্যাটটি দিয়ে মারছিলেন জোন্স, সেটিও একসময় ভেঙে যায়। পরে ওই ক্যাফের মালিক অতুল মালিক্রম জানালেন, ‘‌ওরা দু’‌জনে প্রায় ৩০ মিনিট এখানে ছিল। যা দেখেছে তাই ভেঙেছে।’‌ তবে অতিথি বলে, তাঁদের থেকে কোনও পয়সা নেবেন না অতুল।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post