উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।
চলতি মৌসুমের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারানোর পর টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ‘এইচ’ গ্রুপে টানা দ্বিতীয় হারে নকআউট পর্বে ওঠা কঠিন হয়ে গেল ডর্টমুন্ডের। নিজেদের প্রথম ম্যাচে টটেনহ্যামের কাছে ১-৩ গোলে হেরেছিল জার্মান জায়ান্টরা।
সিগনাল ইদুনা পার্কে খেলা ১৮তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন বেল। দানি কারভাহালের ক্রস থেকে দর্শনীয় ভলিতে লক্ষ্যভেদ করেন এই ওয়েলস ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষের দিকে গোলের দুটি সুযোগ নষ্ট করা রোনালদো বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫০তম মিনিটে বেলের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের জাল কাঁপান এই পর্তুগিজ ফরোয়ার্ড।
চার মিনিট পর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বরুসিয়া ডর্টমুন্ড। গঞ্জালো কাস্ত্রোর পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে ব্যবধান কমিয়ে আনেন আবামেয়াং।
রিয়ালের জার্সিতে ৪০০তম ম্যাচ খেলতে নামা রোনালদো ৭৯তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন। লুক মডরিচের পাস থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন প্রতিযোগিতার ১৫০তম ম্যাচ খেলতে নামা রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে সিআর সেভেনের গোলসংখ্যা বেড়ে ১০৯ এ উন্নীত হলো। এরপর আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল।
গ্রুপের অপর ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভিন্ন দুই অভিজ্ঞতা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল টটেনহ্যাম ও লিভারপুলের। মঙ্গলবা রাতে হ্যারি কেনের হ্যাটট্রিকে ‘এইচ’ গ্রুপের ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। অন্যদিকে ‘ই’ গ্রুপের ম্যাচে স্পার্তাক মস্কোর মাঠ থেকে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়ে বাড়ি ফিরেছে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল টটেনহ্যাম। নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করেছিল দলটি।
বিপরীত চিত্র লিভারপুল শিবিরে। এই নিয়ে টানা দ্বিতীয় ড্র সঙ্গী হলো ইয়ুর্গেন ক্লপের দলের। নিজেদের প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল অল রেডরা।
ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করা কেন প্রতিপক্ষের মাঠে খেলার ৩৯তম মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন। টোবি আল্ডারওয়েল্ডের পাস থেকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।
বিরতির পর খেলার ৬২তম মিনিটে মৌসা সিকোকোর পাস থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেন। পাঁচ মিনিট পর বক্সের ভেতরে থেকে দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন কেন।
এদিকে রাশিয়ার মাঠে খেরার ২৩তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে দর্শনীয় গোল করে স্পার্তাক মস্কোকে এগিয়ে নেন ফার্নান্দো।
আট মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান ফিলিপে কৌতিনহো। সাদিও মানের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্কোরলাইন ১-১ করে ফেলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে।