তুমি কি নিজেকে মেসি ভাব?
নতুন কেউ এলে মুখে মুখে ‘ওয়েলকাম’ শব্দটা শোনা গেলেও, মেনে নিতে অদ্ভুত এক খুঁতখুঁতানি থাকে কম–বেশি সবার। কেউ কেউ মজা করে, কেউ কেউ আবার ইচ্ছে করে দাদাগিরি–দিদিগিরি ফলাতে র্যাগিংও করে থাকেন। নেইমারও কি প্যারিস সাঁ জাঁ–য় যেতেই তেমনই র্যাগিংয়ের শিকার হয়েছেন? এডিসন কাভানি কি সেই র্যাগিংয়ের মূল পান্ডা ছিলেন? যে খবর বেরিয়ে এসেছে সামনে, তা শুনে সন্দেহ বাড়তেই পারে। কেন? কী হয়েছে? নেইমার পিএসজি–র ড্রেসিংরুমে প্রথমবার পা রাখতেই কাভানি এমন দুটি প্রশ্ন করেছিলেন, তাতে গায়ে ফোসকা পড়তে বাধ্য। কী প্রশ্ন? নেইমারকে দেখামাত্রই কাভানি প্রশ্ন করেন, ‘আরে তুমি কে? তুমি কি নিজেকে মেসি ভাবো নাকি?’ এটা নিছক রসিকতা নাকি টিপ্পনী, কাভানি এরপর আর ভাঙেননি। নেইমারও পাল্টা কিছু বলেননি। তবে নতুন ক্লাবের ড্রেসিংরুমে এই ধরনের প্রশ্নে ওয়েলকাম হলে কার আর ভাল লাগে? ফলে বোঝা যাচ্ছে, কাভানির সঙ্গে প্রথম দিন থেকেই ঠোকাঠুকির সূত্রপাত ঘটেছিল। যার জের মাঠ পর্যন্ত পৌঁছেছে পেনাল্টি মারা নিয়ে।