সিরিয়ার ইদলিবে তুর্কি সেনা মোতায়েন করা হবে: এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ সিরিয়ার ইদলিব প্রদেশে তার দেশ সেনা মোতায়েন করবে। সিরিয়ায় 'নিরাপদ অঞ্চল' প্রতিষ্ঠায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে কাজাখস্তানেরর রাজধানী আস্তানায় যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে তার আওতায় এসব সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।
এরদোগান গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চুক্তির আওতায় ইদলিব প্রদেশের বাইরে রুশ সেনারা এবং এর ভিতরে তুর্কি সেনারা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।
সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আস্তানায় গত জানুয়ারি মাস থেকেই যে আলোচনা চলছে সেখানে ইরান, রাশিয়া ও তুরস্ক মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে।
এদিকে, সিরিয়া ইস্যুতে আস্তানার সর্বশেষ বৈঠকে দেশটির পশ্চিমাঞ্চলীয প্রদেশ ইদলিবে একটি নিরাপদ অঞ্চল স্থাপনের খুঁটিনাটি বিষয়ে সম্মত হয় রাশিয়া, ইরান এবং তুরস্ক ।
সিরিয়া বিষয়ে ভবিষ্যৎ নীতিতে রাশিয়া ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, "ইদলিবে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা সহজ কাজ নয়। সেখানে শান্তি ও স্থিতিশীলতার ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ত্রাসীদেরকে নির্মূল করার করণীয় পদক্ষেপ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমরা আলোচনা করব।"#