Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইসরাইলের পরমাণু তথ্য ফাঁসকারী ভানুনকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছে নরওয়ে





ইসরাইলের পরমাণু তথ্য ফাঁসকারী ভানুনকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছে নরওয়ে
ইহুদিবাদী ইসরাইলের ভিন্ন মতাবলম্বী পরমাণু বিজ্ঞানী মোরদেখাই ভানুনু এবং তার নরওয়ের স্ত্রীকে অভিবাসনের সুযোগ দিতে সম্মত হয়েছে নরওয়ে। ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির কথা প্রথম ফাঁস করে দিয়েছিলেন ভানুনু।


স্ত্রী ক্রিস্টিন জোয়াশিমসেন জানিয়েছেন, পরিবারের সঙ্গে একত্রে বসবাস করার কর্মসূচির আওতায় ভানুনুকে নরওয়ে এসে বসবাস করার অনুমতি দেয়ার আবেদন জানানো হয়েছিল। তার এ আবেদন মঞ্জুর করা হয়েছে বলে বলেও জানান জোয়াশিমসেন। অবশ্য আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নরওয়ের অভিবাসন বিভাগরে মুখপাত্র।

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্রের গোপন কর্মসূচির বিষয়টি ১৯৮৬ সালে ব্রিটিশ সানডে টাইমস সংবাদপত্রের কাছে ফাঁস করে দিয়েছিলেন ভানুনু। সাবেক পরমাণু প্রযুক্তিবিদ ভানুনকে এ অপরাধে ১৮ বছর কারাদণ্ড দেয়া হয় এবং ২০০৪ সালে ছাড়া পান তিনি।  ইসরাইল ত্যাগের বিরুদ্ধে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া, তাকে বিদেশিদের সঙ্গে কথা বলতেও দেয়া হয় না।#






«
Next
Newer Post
»
Previous
Older Post