দেশের ৯ জায়গায় পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান: মার্কিন রিপোর্ট
দেশের ন’টি জায়গায় পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান। এমনই তথ্য প্রকাশ্যে নিয়ে এল মার্কিন সংস্থা ফেডারেশন অব সায়েন্টিস্ট। তবে তার থেকেও আশঙ্কার বিষয় হল, ওই সব অস্ত্র চলে যেতে পারে জঙ্গিদের হাতে। ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা।
আরও পড়ুন-চারে কেন হার্দিক? ড্রেসিং রুমের রহস্য ফাঁস করলেন বিরাট
ফেডারেশন অব সায়েন্টিস্টের গবেষক হানস ক্রিস্টেনসন জানিয়েছেন, নিউক্লিয়ার আর্সেনোলের দ্রত উন্নতি করছে পাকিস্তান। দেশের আরও বহু জায়গায় পরমাণু অস্ত্রের গবেষণা চালাচ্ছে তারা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পাক প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। তাঁর দাবি পাকিস্তানের হাতে শর্ট রেঞ্জের পরমাণু অস্ত্র রয়েছে। প্রয়োজন পড়লে তা ভারতের উপরে ব্যবহার করতে পিছপা হবে না ইসলামাবাদ। পকিস্তানের সেই দাবি ফেডারেশন অব সায়েন্টিস্টের সঙ্গে মিলে যাচ্ছে, বলে মত কূটনৈতিক মহলের। মার্কিন গবেষকদের দাবি পাকিস্তানের পরমাণু অস্ত্র এতটাই অসুরক্ষিত তা যে কোনও সময়ে জঙ্গিদের হাতে চলে যেতে পারে।