ফিফার সেরা ফুটবলার হওয়ার দৌড়ে রোনাল্ডো, মেসি এবং নেইমার
গত ৯ বছরের মতোই এবারও কি একই ছবি দেখা ফিফার বর্ষসেরার মঞ্চে? ফিফার তরফে সদ্য প্রকাশিত তালিকা থেকে সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ ফের একবার বর্ষসেরা হওয়ার দৌড়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। সঙ্গে যদিও রয়েছেন বার্সেলোনা থেকে সদ্য পিএসজি-তে যোগ দেওয়া নেইমার জুনিয়র। শুক্রবার ফিফার পক্ষ থেকে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে থাকা সেরা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই রয়েছে এই তিনজনের নাম। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনে ঘোষিত হবে কে হবে ফিফার ‘দ্য বেস্ট’।
আগে ফিফার বর্ষসেরা পুরস্কার হিসেবে দেওয়া হত ব্যালন ডি’অর খেতাবটি। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরে ফিফার সঙ্গে ব্যালন ডি’অর সম্পর্ক ছিন্ন হয়। দু’টি পুরস্কার পুরোপুরি আলাদা হয়ে যায়। তবে পারফরম্যান্সের বিচারে গতবছর দু’টি ট্রফিই পেয়ে যান সিআরসেভেন। আপাতত চারটি ব্যালন ডি’অর জিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। কারণ মেসির সংগ্রহে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর খেতাব। এদিকে, ক্রীড়া বিশেষজ্ঞদের মতে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ও ব্যালন ডি’অর- উভয়ই জেতার ক্ষেত্রে মেসি এবং নেইমারের তুলনায় অনেকটাই এগিয়ে রোনাল্ডো। কারণ অবশ্যই পর্তুগিজ সুপারস্টারের ট্রফির ভাঁড়ার। গত মরসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। অন্যদিকে, দেশের হয়ে পেয়েছেন ইউরো কাপ। উলটোদিকে, দেশের হয়ে মেসির ভাঁড়ার শূন্য। বার্সার হয়ে কেবল জিতেছেন কোপা দেল রে। তবে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। কিন্তু সেটা যে ব্যালন ডি’অর বা দ্য বেস্ট পুরস্কার জেতার জন্য যথেষ্ট নয়, সেটা হয়ত মেসি নিজেও জানেন। এছাড়া সাফল্যের দিক থেকে পিছিয়ে নেইমারও। এখন দেখার শেষপর্যন্ত রিয়াল তারকা রোনাল্ডো না লিওনেল মেসি, নাকি সবাইকে সরিয়ে সদ্য পিএসজিতে সই করা নেইমার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন।
এদিকে, সেরা মহিলা ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন ডায়না কাস্টেল্লানোস, কার্লি লয়েড, লিয়েকে মার্টেনস। সেরা কোচ হওয়ার দৌড়ে রয়েছেন মাসিমিলিয়ানো আলেগ্রি(জুভেন্তাস), অ্যান্তেনিও কন্তে(চেলসি), জিনেদিন জিদান(রিয়াল মাদ্রিদ)। সেরা গোলকিপার হওয়ার জন্য লড়াই বুঁফো(জুভেন্তাস/ইতালি), কেলর নাভাস (রিয়াল মাদ্রিদ/কোস্টা রিকা), ম্যানুয়েল নুয়ের(বায়ার্ন মিউনিখ/জার্মানি)।