বার্সেলোনা যখন টানা হাফ ডজন ম্যাচে জিতছে, তখন লা লিগায় জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। আলাভেসকে দুই-এক গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল জিদানের দল। আগের ম্যাচে রিয়াল বেটিসের কাছে হারতে হয়েছিল রোনাল্ডোদের। সেই ম্যাচের দলে তিনটে পরিবর্তন করেছিলেন রিয়াল কোচ। প্রথম একাদশে রাখেননি লুকা মদ্রিচ,গ্যারেথ বেলদের। পরিবর্তে সুযোগ দেন ড্যানিয়েল সেবাইয়োসের মত তরুণদের।
লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনা। টানা ছয় ম্যাচে জয় পেলেন লিওনেল মেসিরা। লা লিগায় নতুন দল জিরোনাকে তিন-শূন্য গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল স্প্যানিশ জায়েন্টরা। নতুন মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছে বার্সেলোনা। শনিবার রাতেও দুরন্ত ফর্ম অব্যাহত রাখলেন লুই সুয়ারেজরা। তবে বার্সার জয়ে দুটো গোলই আত্মঘাতী। সতেরো মিনিটেই লিড নিয়ে নেয় বার্সেলোনা। জর্ডি আলবার ভলি জিরোনার ফুটবলারের গায়ে লেগে গোলে ঢুকে যায়।