যৌথ সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান ও রাশিয়ার কমান্ডোরা
যৌথ সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান ও রাশিয়ার কমান্ডোরা
যৌথ সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান ও রাশিয়ার কমান্ডোরা
পাকিস্তান ও রাশিয়ার কমান্ডোরা যৌথ সামরিক মহড়া 'দুরোজাব-২০১৭' মহড়া শুরু করেছে। দু' সপ্তাহের মহড়া রাশিয়ার মিনরালসে ভোদি'তে শুরু হয়েছে।
পাক সামরিক বাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ(সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। যৌথ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উভয় দেশের কমান্ডো বাহিনীর পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ মহড়ায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, পণবন্দি মুক্তি করাসহ তল্লাসি এবং ঘেরাও সংক্রান্ত অনুশীলন চালানো হবে। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে পাকিস্তানের অভিজ্ঞতা মহড়া মাধ্যমে রুশ বাহিনীর সঙ্গে বিনিময় করা হবে। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার হবে।
আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের গোড়ার দিকে প্রকাশ করেন। এরপর প্রথমে পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সহায়তায় এগিয়ে আসে রাশিয়া।#