বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় গুরুত্বারোপের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিশ্বের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুসরণে গবেষণা কর্মে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আবদুস সোবহানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল আজ বঙ্গভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে গবেষণা কর্মকাণ্ডে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা কর্মকাণ্ডে বরাদ্দ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হামিদ ক্যাম্পাসে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধূলাসহ শিক্ষা সহায়ক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তারও উল্লেখ করেন।
উপাচার্য তার প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলে তিনি (রাষ্ট্রপতি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়টির পরবর্তী সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণ জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।