আফগানিস্তানের রাজধানীতে কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় অন্তত ৪২ জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় পশ্চিম কাবুলে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র নাজিব দানিশ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
রয়টার্স জানায়, ঘটনার পর পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। হাজারা সম্প্রদায় অধ্যুষিত ওই এলাকায় দেশটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাক্বীক বসবাস করেন। কিন্তু কী কারণে এ হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত এ দেশটিতে গত ছয় মাসে আত্মঘাতী হামলায় ১৬৬২জন নাগরিক নিহত হয়েছেন।