বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চিন্তা আমাদের নেই: ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো চিন্তা আমাদের নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার।
আজ (রোববার) সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে যানবাহনের তাত্ক্ষণিক রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচনের ‘অনুকূল’ পরিবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, তবে ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করতে হলে সাহস থাকা উচিত। সাহসের সাথে জেল, মামলা মোকাবেলা করতে হবে। এটিই তো রাজনীতি। কিন্তু তারেক রহমানের সেই সাহস নেই । ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজ বলেছেন, প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে রেখে একাদশ নির্বাচন হবে ‘প্রহসন’।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “এদেশের জনগণ আপনাকে (শেখ হাসিনা) বিশ্বাস করে না, আমরা যারা বিরোধী দল আপনাকে বিশ্বাস করি না। বিএনপিসহ বাংলাদেশের বহু রাজনৈতিক দলেরই আপনার ওপর আস্থা নাই।