Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যা : ২৫ হাজার লোককে সরানো হয়েছে





ভারতের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যা : ২৫ হাজার লোককে সরানো হয়েছে

  ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও রাজস্থানে ভারী বর্ষণ ও এর প্রভাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে ২৫ হাজার স্থানীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
দুর্যোগ প্রতিরোধকারী বাহিনীর সদস্য ছাড়াও কর্তৃপক্ষ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে দুর্গত এলাকাগুলোতে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে।
সেনা ও বিমান বাহিনীর সদস্যরা গুজরাটের উত্তরে বানাসকান্তা ও পাটনা জেলায় দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
খবর সিনহুয়া’র।
বন্যা ও অব্যাহত বর্ষণ কবলিত এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক কর্মকর্তা বলেন, গুজরাটের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় এখানকার ২২ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে রাজস্থান রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে জালোরে, পালি ও সিরোহীসহ বেশ কয়েকটি জেলার স্বাভাবিক জীবনযাত্রা বিঘিœত হচ্ছে এবং চার জন মারা গেছে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে উদাইপুর জেলায় দুই জন ও সিরোহি জেলায় দুই জন মারা গেছে। এছাড়াও জালোরে ও সিরোহি অঞ্চলে বন্যার কবল থেকে তিন হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলেন, সিরোহি জেলায় ৭৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।
বিগত ৪৮ ঘন্টায় সিরোহি জেলার বিখ্যাত পার্বত্য পর্যটন কেন্দ্র মাউন্ট আবুতে ৯৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিরোহি ও জালোরে জেলার বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার ও ত্রাণ অভিযান চলছে। বিমান বাহিনী উভয় জেলাতেই উদ্ধার ও ত্রাণ অভিযানের জন্য দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। এখন পর্যন্ত জোধপুর, বারমার, জাইসালমার, জালোরে, পালি, উদাইপুর, সিরোহি ও প্রতাপগড় জেলায় অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে।

  






«
Next
Newer Post
»
Previous
Older Post