সুমন/রিপন/ খোকন//
মেহেরপুর সরকারি কলেজে ‘একাডেমীক কাম এক্সামিনেশন এবং ‘প্রশাসনিক কাম কম্পিউটার ল্যাব নামের দুটি নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবারসকালে মেহেরপুর-১ অাসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির উদ্বোধন করেন। এসময় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। পরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমন রিটন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই থুদা রুবেল প্রমুখ।
প্রসঙ্গত. ৩কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘একাডেমীক কাম এক্সামিনেশন এবং ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রশাসনিক কাম কম্পিউটার ল্যাব ভবন দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দুটি নির্মাণ করে।