পুলিশের টিয়ার শেল নিক্ষেপে এক চোখ নষ্ট হয়ে যাওয়া
তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে আগামী ২৮ জুলাই ভারতের চেন্নাই নেয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসারত সিদ্দিকুরকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে আগামী ২৮ জুলাই ভারতের চেন্নাই নেয়া হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ভারতে পৌছানোর পরের দিন ২৯ জুলাই চেন্নাইয়ের সঙ্কর নেত্রালয়ে সরকারি খরচে তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তার সঙ্গে আমাদের একজন চিকিৎসকও থাকবেন।
সিদ্দিকুর বাম চোখে দেখতে পাচ্ছেন দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিজি সাহেব আমাকে জানিয়েছেন সিদ্দিকুর বাম চোখে দেখতে পাচ্ছেন। তার চিকিৎসার সমস্ত ব্যয় ভার স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এক তথ্য বিবরণীতে জানানো হয়, সরকারি খরচে সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হবে।
গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
এসময় পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের কাঁদানে গ্যাসের শেল লেগে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। ইতিমধ্যে তিনি ডান চোখে দেখতে পাচ্ছেন না।