Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্যাপ্টেন–কোচ বিতর্ক<>বিরাট চেয়েছে বলেই শাস্ত্রী কোচ:‌ সৌরভ





 

   ক্যাপ্টেন–কোচ বিতর্ক<>বিরাট চেয়েছে বলেই শাস্ত্রী কোচ:‌ সৌরভ
  ক্যাপ্টেন–কোচ বিতর্ক<>বিরাট চেয়েছে বলেই শাস্ত্রী কোচ:‌ সৌরভ

 ‌ ক্যাপ্টেন–কোচ বিতর্ক নিয়ে যে পরিমাণে জলঘোলা হয়েছে, তাতে সহজে সবাই সব ভুলে যাবেন, এমনটা হওয়ার নয়। আর বিতর্কের আগুন ধিক ধিক করে জ্বলছে তো এখনও। যে–ই কেউ মন্তব্য করছেন ব্যস শুরু হয়ে যাচ্ছে নতুন বিতর্ক। তবে তিনি যা বলবেন, তা শুনতে সবার আগ্রহ তো থাকবেই। কারণ, অ্যাডভাইসারি কমিটির অন্যতম মুখ তিনি। সৌরভ গাঙ্গুলি আরও একবার কথা বললেন কোচ কান্ড নিয়ে। জানিয়ে দিলেন, ‘‌বিরাট কোহলি চেয়েছে বলেই রবি শাস্ত্রী ভারতের কোচ হয়েছে। আসলে ও রবির সঙ্গে স্বচ্ছন্দ। আর ওকে কোচ হিসেবে পেয়ে খুশিও। আমি ওদের দু’‌জনকেই অল দ্য বেস্ট বলছি। বিশ্বকাপের আগে ওদের হাতে আর দু’‌বছর সময় রয়েছে। আশা করি, সব ভাল হবে।’‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে বিরাট মাত্র ৪৬ রান করেছিলেন। পরপর চারটে দ্বিশতরানের পর পারফরমেন্স গ্রাফ একেবারে নিচে নেমেছে। আইপিএলেও ভাল কিছু করতে পারেননি। তবে সৌরভ এতটুকু চিন্তিত নন বিরাটের ফর্ম নিয়ে। বলেছেন, ‘‌বিরাট দুর্দান্ত ক্রিকেটার। ওর ছন্দে ফেরাটা সময়ের অপেক্ষা।’‌ সৌরভের মতে চলতি সিরিজে ভারতই ফেবারিট। বলেছেন,‘‌ভারত অনেক এগিয়ে শ্রীলঙ্কার থেকে। মনে হয় না ভারতকে কোনও বেগ পেতে হবে। মনে হচ্ছে, বিরাটরা ৩-‌০–তে জিতবে সিরিজ
 






«
Next
Newer Post
»
Previous
Older Post