Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইএস প্রধান বাগদাদি এখনও বেঁচে, মনে করেন মার্কিন প্রতিরক্ষা সচিব





আইএস প্রধান বাগদাদি এখনও বেঁচে, মনে করেন মার্কিন প্রতিরক্ষা সচিব
ওয়াশিংটন: আইএসআইএস প্রধান আবু বকর আল বাগদাদি মারা গিয়েছে বলে যতই খবর রটুক, আসলে সে বেঁচে। মনে করেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস।

   আইএস প্রধান বাগদাদি এখনও বেঁচে, মনে করেন মার্কিন প্রতিরক্ষা সচিব

শোনা যাচ্ছিল, সিরিয়ায় রুশ বিমান হানায় খতম হয়েছে বাগদাদি। কিন্তু ম্যাটিস বলেছেন, তিনি বিশ্বাস করেন, বাগদাদি বহাল তবিয়তে রয়েছে। যতক্ষণ না তাঁরা তাকে মেরে ফেলছেন, ততক্ষণ অন্য কিছু ভাবার কারণ নেই। কিন্তু তাঁরা তার সন্ধান করছেন।

গত মাসে রুশ সেনা দাবি করে, ২৮ মে তারা সিরিয়ার রাক্কায় আইএসের বৈঠক চলাকালীন হামলা চালিয়েছে, তাতে খতম হয়েছে বাগদাদি। কিছুদিন আগে বারবার এ কথা শোনা গিয়েছে, ইরাক বা সিরিয়ায় মারা পড়েছে সে। ২০১৪-র ‘খলিফা’ হিসেবে সে শেষবার প্রকাশ্যে আসে। তারপর থেকে আর তাকে জনসমক্ষে দেখা যায়নি।

পেন্টাগন জানিয়েছে, বাগদাদি এখন আর আইএসের রোজকার কাজকর্মে জড়িত নয়। কিন্তু এখনও আইএসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post