সংবাদ ফাঁস বন্ধ না হলে সবাই চাকরি হারাবেন: স্কারামুচির হুঁশিয়ারি
হোয়াইট হাউজের নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংবাদ ফাঁস হওয়া বন্ধ করা না হলে সবাইকে চাকরিচ্যুত করা হবে।
ফক্স নিউজের রবিবাসরীয় অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অনুষ্ঠান উপস্থাপনকারী ক্রিস ওয়ালেসকে তিনি বলেন, হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগে কঠোর সংস্কার কার্যকর করা হবে। প্রয়োজনে এ বিভাগের কর্মী সংখ্যা হ্রাস করা হতে পারে বলেও জানান তিনি।
সংবাদ ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের চাকরিচ্যুত করা হবে। মার্কিন সরকারের অন্যান্য সংস্থা থেকে সংবাদ ফাঁস হওয়া হয়ত বন্ধ করতে পারবেন না তিনি। কিন্তু হোয়াইট হাউজ থেকে সংবাদ ফাঁস হওয়ার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না। এটি বন্ধ করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সংবাদ ফাঁস হওয়ার প্রক্রিয়া মেনে চললেই কেবল তার বিভাগের কর্মীরা চাকরিতে থাকতে পারবেন।
গত সপ্তাহে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করার পর নতুন কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে স্কারামুচিকে নিয়োগ দেন ট্রাম্প।#