২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত দুই জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এরা হলেন- কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো.নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাক বাংলোর সামনে ও পালং বাজারসহ সারা দেশে একযোগে বোমা হামলা করা হয়।
এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদী নামের দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।
পরবর্তীতে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পাশাপাশি আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা