Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি ম্যান সিটিতে





  বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার
বেঞ্জামিন মেন্ডি ম্যান সিটিতে 
 গতবার সাফল্য আসেনি। অনেক আশা নিয়ে বায়ার্ন মিউনিখ থেকে পেপ গুয়ার্দিওলাকে নিয়ে এসেছিল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু দুর্দান্ত শুরু করেও ক্রমশ মিইয়ে যায় পেপ-ব্রিগেডের পারফরম্যান্স। এবার তাই দলবদলে বিশেষ নজর দিয়েছেন স্প্যানিশ কোচ। কর্তারাও তাঁর পরামর্শ অনুযায়ী ফুটবলার কিনতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না। সোমবার মোনাকোর লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডির সঙ্গে ছ’বছরের চুক্তি সেরে নিল সিটি। তাঁকে নেওয়ার জন্য প্রায় ৫৮ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ইত্তিহাদ স্টেডিয়ামের ক্লাবটির। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিই। গত মরশুমে মোনাকোর হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি ওভারল্যাপে উঠে গোলের বল বাড়াতে মেন্ডির জুরি নেই। মাত্র ২৩ বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ উইং-ব্যাকটিকে সই করানোর পর পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, ‘গত মরশুমের ভুলভ্রান্তি বিচার করেই এবার দল গঠন করা হচ্ছে। রক্ষণ শক্তপোক্ত না করলে লিগ জয় প্রায় অসম্ভব। তাই ডানিলো-মেন্ডিদের নেওয়া। এদের পেয়ে দল অনেক শক্তিশালী হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তি করার ফলে আগামী পাঁচ-ছয় বছর দলবদল নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না কর্তাদের।’ উল্লেখ্য, এবার পাবলো জাবালেতা, ক্লিচি, বাকারি সাগনাকে ছেড়ে দিয়েছে ম্যান সিটি। মঙ্গলবার মেন্ডি জানিয়েছেন, ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলে দল ফেরার পরেই আমি অনুশীলনে যোগ দেব। পেপ গুয়ার্দিওলার মতো কোচের প্রশিক্ষণে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। ম্যাঞ্চেস্টার সিটির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না। পেপের আমলে ইউরোপের অন্যতম সেরা ক্লাব যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে। আর এই কারণেই আমি এখানে এসেছি। আশা করি, আগামী দিনে দলকে সাফল্য এনে দিতে পারব।’ 
  
 বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি ম্যান সিটিতে
  






«
Next
Newer Post
»
Previous
Older Post