মেহেরপুর পশু হাটে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মেহেরপুর পশু হাটে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মেহেরপুর পশু হাটে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ কওে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান ও মোহাম্মদ মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গরুর হাটে বিপুল পরিমান কালেন্ট জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের গরুর হাটে অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে রেখে বিক্রেতারা পালিয়ে যায়। পওে দুটিস্থান থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের মূল্য এক লাখ টাকা হবে জানা গেছে।
এদিকে, ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় নান্না বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে নোংরা পরিবেশের দায়ে এক হাজার টাকা জরিমানা করে।
Tag: Zilla News