জঙ্গীবাদের মদদদাতা ও অর্থদাতাদের চিহ্নিত করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের মদদদাতা ও অর্থদাতাদের চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা।
তিনি ২০১৪ সালের ১৫ এপ্রিল সরাইল থানার এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বহুতল এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে সাত কোটি ৯৬ লাখ টাকা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, ডিআইজি-চট্টগ্রাম এস.এম. মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামসুল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।