Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অবসাদের ভুগছে যাঁরা, তাঁদের মস্তিষ্কের গঠন বদলে যেতে পারে---বিজ্ঞানী এমনই আশঙ্কা





 
  অবসাদে বদলাচ্ছে মস্তিষ্কের গঠন, সমীক্ষায় উঠে এল তথ্য
 অবসাদের ভুগছে যাঁরা, তাঁদের মস্তিষ্কের গঠন বদলে যেতে পারে। কমে যেতে পারে তাঁদের চিন্তার ক্ষমতা বা অনুভূতির প্রকাশ। সম্প্রতি সাইন্টিফিকেট রিপোর্টস পত্রিকায় একদল বিজ্ঞানী এমনই আশঙ্কা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা তিন হাজার মানুষের উপর পরীক্ষা চালিয়েছিলেন। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, বর্তমান সময়ে অন্যতম সমস্যা বা রোগ হয়ে দাঁড়িয়েছে অবসাদ। আর দীর্ঘদিন অবসাদে ভুগে মানুষের মস্তিষ্কের গঠনে বদল দেখা দিচ্ছে।

ইংল্যান্ডের বায়ো ব্যাংক থেকে এই ধরনের সমীক্ষার জন্য নমুনা হিসাবে স্বেচ্ছাসেবক পাওয়া যায়। তেমন তিন হাজার স্বেচ্ছাসেবক প্রথমে জোগাড় করেন সমীক্ষকরা। তাঁদের মধ্যে থেকে অবসাদে আক্রান্ত মানুষদের চিহ্নিত করা হয়। তাঁদের উপরেই করা হয় পরীক্ষা। গোটা প্রক্রিয়ার শেষে বিজ্ঞানীরা বলেন, মানুষের মস্তিষ্কে একটি ‘সাদা অংশ’ থাকে। সেই সাদা অংশের মান নির্ধারণ করা হয় ‘হোয়াইট ম্যটার ইন্টিগ্রিটি’ এককে। যাঁদের অবসাদ রয়েছে, তাঁদের ক্ষেত্রে দেখা গিয়েছে হোয়াইট ম্যটার ইন্টিগ্রিটি প্রভাবিত হয়েছে। বদলে গিয়েছে মাথার সাদা অংশের গঠন। যার ফলে আক্রান্তদের চিন্তা করা, বা অনুভূতি প্রকাশের ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। এত বেশি সংখ্যক মানুষের উপর এই ধরনের সমীক্ষা আগে করা হয়নি। তাই বিজ্ঞানীরা মনে করছেন, অবসাদের ফলে মস্তিষ্কের গঠন বদলে যাওয়ার বিষয়টি দুর্লভ ঘটনা নয়। যে কেউ এতে আক্রান্ত হতে পারে।
চিকিৎসকরা বলছেন, বর্তমান সময়ে অন্যতম প্রধান অসুখ অবসাদ। জীবনাযাত্রার জন্যই অবসাদে আক্রান্ত হচ্ছেন মানুষ। দ্রুত এই রোগের সুবিধাজনক চিকিৎসা পদ্ধতি বের করা দরকার। মস্তিষ্কের গঠনে যে বদল হচ্ছে, তা যদি সঠিক ভাবে চিকিৎসকরা বুঝতে পারেন, তাহলে শেষ পর্যন্ত লাভবান হবেন আক্রান্তরাই। কারণ, এতে আরও সহজে রোগের গোড়ায় পৌঁছে যাওয়া যাবে। রোগ সারবে সহজে। নতুন ও উন্নততর চিকিৎসা পদ্ধতি পেতে সাহায্য করবে এই সমীক্ষা
 






«
Next
Newer Post
»
Previous
Older Post