অবসাদে বদলাচ্ছে মস্তিষ্কের গঠন, সমীক্ষায় উঠে এল তথ্য
অবসাদের ভুগছে যাঁরা, তাঁদের মস্তিষ্কের গঠন বদলে যেতে পারে। কমে যেতে পারে তাঁদের চিন্তার ক্ষমতা বা অনুভূতির প্রকাশ। সম্প্রতি সাইন্টিফিকেট রিপোর্টস পত্রিকায় একদল বিজ্ঞানী এমনই আশঙ্কা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা তিন হাজার মানুষের উপর পরীক্ষা চালিয়েছিলেন। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, বর্তমান সময়ে অন্যতম সমস্যা বা রোগ হয়ে দাঁড়িয়েছে অবসাদ। আর দীর্ঘদিন অবসাদে ভুগে মানুষের মস্তিষ্কের গঠনে বদল দেখা দিচ্ছে।
চিকিৎসকরা বলছেন, বর্তমান সময়ে অন্যতম প্রধান অসুখ অবসাদ। জীবনাযাত্রার জন্যই অবসাদে আক্রান্ত হচ্ছেন মানুষ। দ্রুত এই রোগের সুবিধাজনক চিকিৎসা পদ্ধতি বের করা দরকার। মস্তিষ্কের গঠনে যে বদল হচ্ছে, তা যদি সঠিক ভাবে চিকিৎসকরা বুঝতে পারেন, তাহলে শেষ পর্যন্ত লাভবান হবেন আক্রান্তরাই। কারণ, এতে আরও সহজে রোগের গোড়ায় পৌঁছে যাওয়া যাবে। রোগ সারবে সহজে। নতুন ও উন্নততর চিকিৎসা পদ্ধতি পেতে সাহায্য করবে এই সমীক্ষা