Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের রান ১ উইকেটে ১১৫





গল: #দীর্ঘদিন বাদে টেস্ট দলে ফিরে অর্ধশতরান করলেন ভারতের ওপেনার শিখর ধবন। অভিনব মুকুন্দ দলের ২৭ রানের মাথায় আউট হওয়ার পর ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে চলেছেন ধবন ও চেতেশ্বর পূজারার জুটি। দলের স্কোর ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ১১৫। ধবন ৬৪ ও পূজারা ২৭ রানে অপরাজিত।

  
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। এই ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হল অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। জ্বরের জন্য এই ম্যাচ খেলতে পারছেন না কে এল রাহুল। তাঁর জায়গায় অভিনব মুকুন্দের সঙ্গে ওপেন করবেন শিখর ধবন।

শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমল অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ।

ভারত: কোহলি, ধবন, মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব,মহম্মদ শামি।

শ্রীলঙ্কা: হেরাথ, ডিমুথ করুণারত্নে, উপল থরঙ্গা, ধনুষ গুণতিলক, কুশল মেন্ডিস, অঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, নিরোশান ডিকওয়ালা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ।
  
  
  






«
Next
Newer Post
»
Previous
Older Post