নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের উভয়সংকট
রাশিয়া, ইরাক ও ইরানের ওপরে আরও কয়েকদফা নিষেধাজ্ঞা বসাতে চলেছে আমেরিকা। তাদের হাউজ অফ রেপ্রেজেন্টেটিভসের দাবি, আন্তর্জাতিক শান্তি নষ্ট করছে এই দেশগুলি। পাশাপাশি কয়েকজন রুশ কূটনীতিবিদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আমেরিকা। ঘটনাচক্রে এদের ওপরেই ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ আছে। ফলে রাশিয়ার সঙ্গে বারবার সম্পর্কের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন কী করেন, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। এই ‘নিষেধাজ্ঞা বিল’–এ মোট ৪১৯ জন ভোট দিয়েছেন। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট ভেটো দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। কারণ, নতুন বন্ধু রাশিয়াকে তিনি চটাতে চাইবেন না। এদিকে যদি ভেটো না দেন, তাহলে চিরশত্রু রাশিয়াকে সমর্থন করার ‘অপরাধে’ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে উত্তর কোরিয়াকে কোণঠাসা করতেও এই নিষেধাজ্ঞা বিলের মাধ্যমে ঘুঁটি সাজাচ্ছে আমেরিকা।