Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে প্রবল অনিশ্চয়তা <> চুক্তি নিয়ে টানাপোড়েন লজ্জার:‌ ম্যাকগ্রাথ





 
  চুক্তি নিয়ে টানাপোড়েন লজ্জার:‌ ম্যাকগ্রাথ


  দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নতুন চুক্তিপত্রে সই করা নিয়ে সঙ্ঘাত এখনও অব্যাহত। যার জেরে আগামী মাসের বাংলাদেশ সিরিজে স্মিথ, ওয়ার্নারদের খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে প্রবল অনিশ্চয়তা <> চুক্তি নিয়ে টানাপোড়েন লজ্জার:‌ ম্যাকগ্রাথ
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থাও এব্যাপারে মধ্যস্থতা করতে চেয়ে এখনও পর্যন্ত সফল হতে পারেনি। সবমিলিয়ে অসি ক্রিকেটের পরিস্থিতি এই মুহুর্তে বেশ ঘোরালো। আর এসব দেখে যারপরনাই বিরক্ত গ্লেন ম্যাকগ্রাথ। টেস্টে ব্যাগি গ্রিন টুপি মাথায় পাঁচশোরও বেশি উইকেটের মালিক বলছেন, এতদিনেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চুক্তি নিয়ে দেশের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলাটা মিটমাট করে নিতে পারেনি। এটা সত্যিই লজ্জার!‌ ম্যাকগ্রাথের অভিমত, ‘‌পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তা সত্যিই ভাববার মতো। আমি তো বলব ব্যাপারটা খুব লজ্জার। যত তাড়াতাড়ি সম্ভব দু’‌পক্ষকেই বসে বিষয়টা মিটিয়ে নিতে হবে। আমি চাই স্মিথরা খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরুক। আর অস্ট্রেলিয়ার ক্রিকেট জনতা ফের ২২ গজের লড়াই উপভোগ করার সুযোগ পাক। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজ ও ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজটা যেন এই বিতর্কের জেরে ভেস্তে না যায় সেটা নিশ্চিত করা জরুরি।’‌   ‌‌
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post