ভারতের মুম্বাইয়ে আবাসিক চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিধ্বস্ত ভবনটিতে আটকা পড়েছেন প্রায় ৩০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে মুম্বাই শহরের পূর্বাঞ্চলে ঘাটকপারে এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী প্রকাশ মিত্র জানান হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শহরের প্রধান ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রভাত রাহংডেল জানান, ভবনটি ধসে পড়ার পর থেকে কযেক ডজন মনুষ নিখোঁজ রয়েছেন। সেখানে সম্ভাব্য ৩০ থেকে ৪০ জন মানুষ আটকা পড়েছেন। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবন ধসের পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় আশপাশে লোকজন বিধ্বস্ত ভবনটি ঘিরে ভিড় করতে দেখা যায়।