আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছেন তামিম ইকবাল।
১৯তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ শট খেলে তার অর্ধশত রান পূর্ণ করেন।
তার ৬২ বলে করা এ হাফসেঞ্চুরিটি ৪টি চার ও একটি দর্শনীয় ছক্কায় সাজানো।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ভারতের ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
পরে সপাটে ব্যাট চালিয়ে বাংলাদেশকে বড় ইনিংসের ইঙ্গিত দেখানো সাব্বিরও ৭ম ওভারে ভুবনেশ্বরের বলেই বিদায় নেন। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর ক্রিজে আসেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিককে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে শতরান গড়ে তুলে বাংলাদেশকে চাপমুক্ত করেন।