সুইডেন থেকে এস, এম আইনুল হক।।সুইডেনে বাংলাদেশ দুতাবাস সুএে জানা গেছে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ১৫ ও ১৬ জুন দুই দিনের সফররে সুইডেনে আসছেন।
প্রধানমন্ত্রেী শেখ হাসিনা সুইডেনের প্রধানন্ত্রী স্তেফান লোভিনের সাথে দুদেশের আথ সামাজিক সহ নানা উননয়ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনার কথা রয়েছে।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এইচ এম সহ বহুজাতিক প্রতিষ্টানের প্রতিনীধিদল সৈজন্য সাক্ষাত করবেন।প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে প্রতিনিধি দলে পররাষট মন্ত্রী প্রধানমন্ত্রীর কাযালয় পররাষটমন্ত্রনালয় এবং শ্রম ও কর্মসংঞ্ছান মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ থাকবেন।এছাড়াও এ সফরে ৪৭ সদস্যের একটি উচচ পর্যায়ের ব্যাবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবে।
এ দিকে শেখ হাসিনার সুইডেন আগমনে সুইডেন প্রবাসী আওয়ামিলীগ এবং তার অঙ্গ সংগঠনের মধ্যে প্রানচাঞ্চল্য ও উদদীপনা দেখা দিয়েছে। শেখ হাসিনার এ সফরকে স্মরনীয় করে রাখতে সুইডেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাএলীগ সহ অন্যান্য সমমনা সংগঠন নিয়ে এক নগরিক সংবধনার আয়োজন করতে যাচেছ বলে জানিয়েছেন, সুউডেন আওয়ামীলীগের উদীয়মান ত্যাগী নেতা ও বিশিষট ব্যাবসায়ী জনাব দলীলউদদীন দুলু।