পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রাঙামাটির নির্বাহী হাকিম খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত শনিবার সকালে জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন থেকে দুজনের লাশ উদ্ধারের কথা সাংবাদিকদের জানান।
নিহতরা হলেন— তিয়ং চাকমা (১৭) ও চিগেচোথা চামা (১৭)।
এ নিয়ে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। আর এ ঘটনায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।
শুক্রবার বিকেল পৌনে ৬টায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এক সংবাদ সম্মেলনে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। সে সময় তিনি জানান, পাহাড় ধসে রাঙামাটিতে ১১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান আপাতত সমাপ্ত করা হলো। তবে সেখানে নিখোঁজের সন্ধান পাওয়া যাবে, সেখানে ফের উদ্ধার তৎপরতা চালানো হবে। এরপরই শনিবার সকালে ফের দু'জনের লাশ উদ্ধারের খবর আসে।
এদিকে স্বজন হারানো মানুষের আহাজারিতে এখনও ভারি পাহাড়ের বাতাস। আপনজন হারানো মানুষের তালিকা দীর্ঘ হয়েছে আরও। ত্রাণ কার্যক্রম ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে গঠন করা হয়েছে দুটি কমিটিও।
-