ভারতের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই
ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বসম্মতিতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে আগামী শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলবে। এরপর কথা হবে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে।
অন্যদিকে, আজ (বুধবার) বিরোধী নেতারা সংসদ ভবনে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলামনবী আজাদের কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের কৌশল নির্ধারণে বৈঠকে বসেন। এ ব্যাপারে বিরোধী শিবিরের গঠিত কমিটির ১০ সদস্যই বৈঠকে ছিলেন।
ওই বৈঠকের পরে গুলামনবী আজাদ সাংবাদিকদের বলেন, তারা কোনো নাম নিয়ে আজ আলোচনা করেননি। পছন্দসই প্রার্থী বাছাইয়ের ব্যাপারে তারা পুনরায় আলোচনায় বসবেন।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজ বিরোধী শিবিরে গুলামনবী আজাদ, মল্লিকার্জুন খাড়্গে (কংগ্রেস), শারদ যাদব (জেডিইউ), প্রফুল্ল প্যাটেল (এনসিপি), লালুপ্রসাদ যাদব (আরজেডি), সীতারাম ইয়েচুরি (সিপিএম), ডেরেক ও ব্রায়েন (তৃণমূল) সতীশচন্দ্র মিশ্র (বিএসপি), রাম গোপাল যাদব (এসপি) এবং আর এস ভারতী (ডিএমকে) উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিজেপির বিদ্রোহী এমপি শত্রুঘ্ন সিনহা বিজেপির সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এল কে আদবানীকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন।#