খালেদা জিয়ার উদ্দেশ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া: ইনু
বাংলাদেশে নির্বাচন নিয়ে সহায়ক সরকারের নামে খালেদা জিয়া আসলে বিএনপি-জামায়াত সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বাংলাদেশে আর নির্বাচনের সময় কাউকে সাহায্য করার সরকার গঠিত হবে না।
আজ (শনিবার) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনটা খালেদা জিয়ার উদ্দেশ্য নয়। যেকোনো পন্থায় উনি ক্ষমতায় যেতে চান। নির্বাচন এলে খালেদা জিয়া নির্বাচনকে নিয়ে একটা ঘোঁট পাকাতে শুরু করেন। নির্বাচন বানচাল করার অথবা ভণ্ডুল করার একটা অপচেষ্টা শুরু হয়। সুতরাং আমি বেগম খালেদা জিয়াকে বলব এবং সবাইকেই বলব যে কেউ যদি নির্বাচনে না আসেন তাহলে নির্বাচন করা সম্ভব হবে না- এটা একটা অগণতান্ত্রিক কথা।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এই মুহূর্তে সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে এবং সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে। সাংবিধানিক সরকারের বিকল্প যেসব অস্পষ্ট প্রস্তাব বিএনপি উত্থাপন করছে এই প্রস্তাবগুলোই হচ্ছে চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক।’
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি এবং বেগম খালেদা জিয়া যদি মনে করেন, বিএনপির অংশ গ্রহণ হলে নির্বাচন হালাল হবে, আর অংশ গ্রহণ না হলে নির্বাচন বানচাল হয়ে যাবে, অতীত বলছে তা হয় না। এটা একটা ফাঁকা হুমকি। তিনি আরো বলেন, ‘নির্বাচন হালালের সার্টিফিকেট প্রদানের এখতিয়ার বিএনপি বা খালেদা জিয়ার নেই। সুতারাং নির্বাচন করলে করেন না করলে নির্বাচনকে জিম্মি করার দিন আর নেই। যথা সময়েই নির্বাচন হবে।’#