Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শেখ হাসিনার সুইডেন সফরে কর্ম ব্যাস্ততা







এস,এম আইনুল হক সুইডেন থেকে।।  সুইডেন সরকারের আমন্ত্রনে ২ দিনের সফরের প্রথম দিন বৃহশপতিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্মব্যাস্ততার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।এদিন বেলা ১১ টার সময় গ্র্যান্ড হোটেল থেকে রওনা হয়ে সুইডেন সংসদভবনে ডেপুটি স্পেকার, মন্ত্রী ও সংসদ সদস্যগণের সাথে বৈঠক করেন।দুপুরে সুইডেনের রাজা কার্ল গুস্তাবের সাথে সৈজন্য সাক্ষাৎ করেন এবং বিকেলে প্রধান মন্ত্রী স্তেফান লোভিনের সাথে দ্বীপক্ষয় বৈঠকে যোগদান করেন।এর পর সন্ধ্যায় স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে
 এক গণ সংবধনা অনুঠানে বক্তব্য দেন।

   সুইডেন আওয়ামিলীগের সভাপতি জহাঙ্গীর কবিরের সভাপতিওে প্রধান মন্ত্রী বলেন বিএনপি ভোট করতে ভয় পাই।তারা ভোটে অংশগ্রহন না করে,জ্বালাও পুড়াও করে দেশকে ধবংশের দিকে নিয়ে যেতে চাই।আওয়ামিলীগ একটি গণতান্ত্রিক দল,গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।আওয়ামিলীগ যখনই ক্ষমতায় এসেছে,দেশ তখনই এগিয়ে গিয়েছে।আর বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা লুটপাট করে দেশকে ধবংশের দিকে ঠেলে দিয়েছে। দেশ এখন ঘুরে দাড়িয়েছে,পৃথিবীর বুকে মাঁথা উচ করে দাঁড়াতে শিখেছে।এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষট মন্ত্রী ছাড়াও সুইডেন আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের নেএীবর্গ বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর সফরের ২য় দিন শক্রবার বহুজাতিক প্রতষ্টান এ বি বি,এইচ এম সহ উচচ পযায়ের ব্যাবসায়ী প্রতিনীধি দলের সাথে সৈজন্য সাক্ষাৎ শেষে, লন্ডন হয়ে শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

  এদিকে দেশের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিদেশ সফর নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষটী হয়েছে দেশ বিদেশে।বাংলাদেশে টানা দুদিনের বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি,বানদরবন এবং চট্রগ্রামে সেনাকর্মকর্তা সহ নিহতের সংখ্যা দেড়শতাধিকে পৌছেচে।প্রধানমন্ত্রীর সফরের খবর সুইডেনে তেমন কোন সংবাদ মাধ্যমে প্রচারিত না হলেও সুইডেনে ব্যাপক প্রচারিত মেট্রো পএিকা সহ আন্তজাতিক সংবাদ মাধ্যমের শিরোনামেও দেশের ভয়াবহের এই চিএ ঞ্ছান পেয়েছ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সুইডেনে সফরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদশন করে,সুইডেন ডেনমার্ক,ইটালী সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রবাসী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ।সুইডেন বিএনপির আ য়োজনে স্টকহোমের প্রাণকেন্দ্র সারকেল তরিতে জড়ো হয়ে সরকার বিরোধী নানাস্লোগানে প্রকম্পিত করে গোটা এলাকা ।এসময় তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুঠু ভোটের দাবী জানান।সুইডেন বিএনপির সভাপতি ইমদাদ হোসেন কচি ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদদীন আহমেমদ জিণটুর  নেতৃওে বওব্য দেন বিএনপির আন্তজাতিক বিষায়ক সমপাদক মাইদুররহমান সহ সুইডেন এবং আন্যান্য দেশের নেতৃবগ।
  
  
  






«
Next
Newer Post
»
Previous
Older Post