Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত





  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে। এ জয়ের ফলে ১৮ জুন অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।
 
রোহিত শর্মা ১২৩ ও বিরাট কোহলি  ৯৬ রান করে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা।

এর আগে দলীয় ৮৭ রানের সময় মাশরাফির বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান।  তিনি ৩৪ বলে ৪৬ রান করেন। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা সেঞ্চুরি করে দলকে সহজ জয়ের পথ দেখান। রোহিত মোস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে তার সেঞ্চুরি পূর্ণ  করেন।
 
তামিম-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
 
২৮তম ওভারে তামিম আউট হওয়ার পর ৩৫ ও ৩৬তম ওভারে সাজঘরমুখী হন দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মুশফিক। তাদের পথ ধরে মোসাদ্দেক ও মাহমুদউল্লাহও উইকেটে আর টিকে থাকতে পারেননি। উইকেট অনেকটাই বিলিয়ে দিয়ে এসেছেন তারা।  
 
মুশফিকুর রহিম ৬১ ও সাকিব আল হাসান ১৫  রানে বিদায় নেন। এরপর মোসাদ্দেকও ১৫ রান করে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে পা বাড়ান।
 
তবে শেষ দিকে মাশরাফির ২৫ বলে ৩০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৫টি চারে সাজানো।

 






«
Next
Newer Post
»
Previous
Older Post