পরমাণু বোমারু বিমানবহর প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করল আমেরিকা
বি-২ বোমারু বিমান
আমেরিকা পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান এই প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করেছে। রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
বি-১বি ল্যান্সার বোমারু বিমান
ব্রিটেনে বর্তমানে মোতায়েন রয়েছে দু’টি বি-২ স্টিলথ বোমারু বিমান। এ বিমানের প্রতিটির মূল্য ৫০ কোটি ডলারের বেশি। এ ছাড়া, তিনটি বি-৫২এইচ স্ট্র্যাটেরোটোফোট্রেস এবং তিনটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন রয়েছে ব্রিটেনে। এ সব বিমান ব্রিটেনের গ্লোসেস্টারশেয়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন রয়েছে।
বি-৫০
ব্রিটিশ ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন, বাল্টিক অঞ্চলে ন্যাটের চলমান মহড়ায় অংশ গ্রহণের জন্য এ সব বিমান মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া, এ সব বিমান মোতায়েনের মধ্য দিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কার্যকারিতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন মুখপাত্র।
অতীতে ইরান ও আফগানিস্তানে এ সব বিমান ব্যবহৃত হয়েছে। রাশিয়ার সঙ্গে টানাপড়েন বাড়ার পরিপ্রেক্ষিতে এগুলো ব্রিটেনের মাটিতে মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।#