Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » জেনে নিন তেজপাতার গুণাগুণ সম্পর্কে




তেজপাতার গুণাগুণ সম্পর্কে জেনে নিন

তেজপাতার

তেজপাতার গুণাগুণ
হাতের রেখা দেখেই আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে জানুন তেজপাতার যতগুণ



তেজপাতার গুণাগুণ সম্পর্কে আমরা অনকে জানি আবার অনেকে জানি না। তেজপাতা সুগন্ধি মসলা হিসেবে বহু কাল আগের থেকে ব্যহার হয়ে আসছে। তেজপাতার কাঁচা পাতার রং সবুজ আর শুকনো পাতার রংবাদামি। তেজপাতা শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, তেজপাতার অনেক ঔষধি গুণও আছে।
তেজপাতার উপকারিতা:

* তেজপাতা পানিতে দিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকেরঅ্যালার্জ সমস্যা কমবে।

* ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

* প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।

মেয়েদের গোপন সমস্যার সমাধান এখানে

* চোখ ওঠা ও ফোড়া হলে তেজপাতা সিদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।

* তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।

পড়ুন  পুদিনা পাতার ১০ গুণাবলী সম্পর্কে জেনে নিন
* যাঁদের সময় কম তাঁরা তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

* সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মে করুন। এতে ময়লাপরিষ্কার হবে।

* তেজপাতার চূর্ণ দিয়ে দাঁত মাজলেমাড়ির ক্ষত দ্রুত চলে যাবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post