Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিনা উইকেটে ৩০ রান তুলে ফেলেছে পাকিস্তান প্রথম সেমিফাইনালে ।





  মার্ক উডের রানআউটকে পুরো ইনিংসের হাইলাইটস ধরে নিতে পারেন। ইনিংসের দ্বিতীয় শেষ বলে ব্যাটে বলে হলো না জ্যাক বলের। সরফরাজ আহমেদের কাছে বল থাকা সত্ত্বেও দৌড় দিলেন উড, কিন্তু পৌঁছাতে পারলেন না। ইংল্যান্ডও আজ অনেক চেষ্টা করেও রান তুলতে পারল না ঠিকভাবে। ১ বল বাকি থাকতে ২১১ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বিনা উইকেটে ৩০ রান তুলে ফেলেছে পাকিস্তান। বিদায়ের দিগন্তটা আরও স্পষ্ট হচ্ছে ইংল্যান্ডের কাছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষেই কি সর্বস্ব দিয়ে এসেছে ইংল্যান্ড? না হলে সেমিফাইনালের মতো মঞ্চে এসে এভাবে ফর্ম হারাবে কেন স্বাগতিকেরা! বিস্ময় জাগাচ্ছে পাকিস্তানও। ভারতে বিপক্ষে ওভাবে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই দলই খেলছে তো আজ কার্ডিফে? এমন বোলিং, বাউন্ডারিতে এমন দুর্দান্ত সব ক্যাচ, সরাসরি থ্রোতে দুটি রানআউট! এটা পাকিস্তানই তো!
ইংল্যান্ডের ইনিংস শেষে বিস্ময়মাখা এমন অনেক প্রশ্নই জাগছে। ফেবারিটের তকমা নিয়ে নেমে শেষ দিকে ২০০ পার করতে পারে কি না, সে প্রশ্নই জাগছিল! বেন স্টোকস ও টেলএন্ডাররা ঠুকঠুক করে রান নিয়েই দলকে এনে দিয়েছেন ২০০ রানের মাইলফলক। এই টুর্নামেন্টের আট দলের মধ্যে সবার নিচে ছিল পাকিস্তান। কেউ গোনায় ধরেনি এই পাকিস্তানকে। ভারতের কাছে অমন হারের পর তো কোচ মিকি আর্থারের চাকরি নিয়েই টানাটানি পড়ে গিয়েছিল। সব হিসাব পাল্টে দিয়ে ফাইনালে যাওয়ার জন্য মাত্র ২১২ রানের অপেক্ষায় এখন সেই পাকিস্তান!
এ ম্যাচেও চেনা চিত্রনাট্যেই চলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি ব্যতিক্রম, এরপর থেকেই এবার তাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা। আজও তা-ই হলো। ইনিংসের মাঝপথে মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারিয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ১২৮ থেকে মুহূর্তেই স্কোর হয়েছে ১৬২/৬! সপ্তম উইকেটের পতন হয়েছে ১৮১ রানে। আর দুই শ পেরোনোর পর ফিরে গেছেন একমাত্র ভরসা স্টোকস।
এই অলরাউন্ডার নিজেও খুব স্বচ্ছন্দ ছিলেন না। কোনো চার-ছয় নেই, ৬৪ বলে ৩৪ রান করেছেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে অমন এক সেঞ্চুরির পর এমন ইনিংস! বোঝাই যায়, কেমন দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তান। পাকিস্তানের সব বোলারেরই ইকোনমি রেট পাঁচের নিচে!
আজ শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে পারেনি ইংল্যান্ড। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১৩৬ রান। ২০১৫ বিশ্বকাপের পর গত দুই বছরে ৩০ ওভারে এর চেয়ে কম স্কোর মাত্র দুবার করেছে ইংল্যান্ড। তবে জস বাটলার, বেন স্টোকস কিংবা এউইন মরগানের মতো খেলোয়াড়েরা সেটা পুষিয়ে দেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু ৭ উইকেট হাতে নিয়েও শেষ ২০ ওভারে মাত্র ৭৫ রান করেছে ইংল্যান্ড!
৩৫ রানে ৩ উইকেট হাসান আলীর। দুটি করে উইকেট পেয়েছেন জুনাইদ খান ও রুম্মান রইস।
  
  
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২১১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

বুধবার কার্ডিফে টস জিতে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ ইংলিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান।

ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করে ইংলিশরা। কিন্তু পাকিস্তানি বোলারদের নৈপুন্যে অব্যাহত উইকেট হারাতে থাকে ইংলিশরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জু রুট। এছাড়া বেয়ারস্টো ৪৩, বেন স্টোকস ৩৪ ও মরগান ৩৩ রান করেন।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩৫ রানে তিন উইকেট শিকার করেন। এছাড়া জুনায়েদ খান ও রুম্মান রইস ২টি করে উইকেট নেন। আর শাদাব খান শিকার করেন একটি উইকেট। আর রান আউটের শিকার হন অন্য দুই ব্যাটসম্যান।


টস হেরে ব্যাট  করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেছিলেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হালেস। ষষ্ঠ ওভারে হালেসের উইকেট হারানোর পরও অবশ্য ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন বেয়ারস্টো ও জো রুট। ১৭তম ওভারে পাকিস্তান পেয়েছে দ্বিতীয় সাফল্য। হাসান আলী ফিরিয়েছেন ৪৩ রান করা বেয়ারস্টোকে।

এরপরও অবশ্য কোনো চাপ টের পেতে দেননি রুট ও অধিনায়ক ওয়েন মরগান। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই দুজনের উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে গেছে স্বাগতিকরা।

২৮তম ওভারে রুট সাজঘরে ফিরেন  ৪৬ রান করে। আর তিন ওভার পর ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন মরগান। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জস বাটলার (৪) ও মইন আলীও (১১)। দুজনেই ফিরে যান জুনায়েদ খানের শিকার হয়ে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post