Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ব্রিটেনে তাজা গুলির অনুশীলন চলাকালে ট্যাংকের গোলা ফেটে দুই সেনা নিহত এবং দুই জন আহত





  ব্রিটেনে অনুশীলনের সময় ট্যাংকের গোলা ফেটে ২ সেনা নিহত

ব্রিটেনে তাজা গুলির অনুশীলন চলাকালে ট্যাংকের গোলা ফেটে দুই সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী তোবিয়াস এলেউড দুই সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার ধারাবাহিকতায় ব্রিটেনের তৈরি কামানের গোলা ব্যবহারের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


অনুশীলনে অংশ গ্রহণকারী ট্যাংক বহরের একাংশ
ব্রিটেনের চ্যালেঞ্জার ২ ট্যাংকের টারেন্টে কামানের গোলাটি রহস্যজনকভাবে ফেটে ট্যাংকে আগুন ধরে যায় অথচ ট্যাংকে কোনো গোলা আঘাত করে নি। ওয়েলসের পেমব্রোকেশেয়ারের ক্যাসেলমার্টিন রেঞ্জে এ অনুশীলন চলছিল।

নিহত দুই সেনাই ২০ বছর বয়সী বলে জানানো হলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয় নি। ব্রিটেনের রয়্যাল ট্যাংক রেজিমেন্ট এ অনুশীলনে জড়িত ছিল। এটি নিজেকে বিশ্বের সবচেয়ে পুরানো ট্যাংক রেজিমেন্ট হিসেবে দাবি করে থাকে। অবশ্য, দ্বিতীয় মহাযুদ্ধের পর গুরুত্বপূর্ণ সংঘাতের সময় এ রেজিমেন্টকে মোতায়েন করা হয়েছে। 


অনুশীলতে এ ধরণের গোলা ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে
৫৯০০ একর এলাকা জুড়ে ক্যাসেলমার্টিন রেঞ্জ অবস্থিত এবং ১৯৩৮ সাল থেকে তাজা গুলির অনুশীলনের জন্য এ এলাকা ব্যবহৃত হয়ে আসছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেসামরিক পুলিশের সহায়তায় এ ঘটনার তদন্ত চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা দুর্ঘটনা শাখা।#  
  






«
Next
Newer Post
»
Previous
Older Post