রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান ও কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি মারা গিয়ে থাকতে পারে।
আজ (শুক্রবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত মে মাসে রাকা শহরে চালানো বিমান হামলায় বাগদাদি মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। গত ২৮ মে রাশিয়ার বাহিনী দায়েশ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালায়। ওই বৈঠকে ইব্রাহিম আস-সামারাই ওরফে বাগদাদি উপস্থিত ছিল।
রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন চ্যানেলে আবু বরক আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। রাশিয়া বলছে, ২৮ তারিখের ওই হামলায় দায়েশের ৩৩০ সন্ত্রাসী নিহত হয়েছিল যার মধ্যে ৩০ জন শীর্ষ কমান্ডার ছিল। রাকা শহর থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে আলোচনার জন্য দায়েশের শীর্ষ পর্যায়ের এসব নেতা সেখানে জড়ো হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দায়েশ নেতারা বৈঠকে বসতে যাচ্ছে- এমন খবর পেয়ে রাশিয়ার সামরিক বাহিনী ওই অঞ্চলে ড্রোন পাঠায়। তারপর কয়েকটি এসইউ-৩৪ বোমারু বিমান এবং এসইউ-৩৫ জঙ্গিবিমান পাঠায় এবং এসব বিমান লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত করে। ওই হামলায় আরো যেসব দায়েশ নেতা নিহত হয়েছে তার মধ্যে রয়েছে আবু আল-খাদজি আল-মিসরি, ইব্রাহিম আন-নায়েফ আল-খাদজি এবং সুলেয়মান আশ-শৌয়াহ। এর আগেও বেশ কয়েকবার আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল।#