মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্তরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে
বুধবার দুপুর ২ টার সময় উপজেলা সাব রেজিষ্ট্রি কার্যালয়ের পিছনে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরনে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতকিংত হয়ে পড়ে সরকারী কর্মকর্তা ,কর্মচারী ও সাধারন মানুষ।
স্থানীয়রা জানান, সাব রেজিষ্ট্রি অফিস চলাকালে পিছনের দিকে বিকট শব্দে একটি বিস্ফোরনের ঘটনা ঘটে। এসময় উপজেলা পরিষদের ভিতওে বিভিন্ন সরকারী কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ এতে আতিঙ্কত হয়ে পড়ে। পওে খবর পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এটি বোমা হামলা না কি অন্য কারনে এ বিস্ফোরণ তা নিয়ে নানা শুঞ্জন শুরু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিস্ফোরনের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোমা না ছোটখাটো চকলেট বোমা বিস্ফোরণ ঘটেছে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান জানান,বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে কোন আলামত পাওয়া যায়নী। তবে বিষয় টি তদন্ত করা হচ্ছে।