Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » কামরাঙা অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে






কামরাঙা অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে

        অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে
        রক্ত পরিষ্কারক
        সর্দিকাশিতে উপকারী
        কৃমিনাশক
        অর্শ রোগে উপকারী

কামরাঙা একটি চিরসবুজ ছোট মাঝারি আকৃতির গাছের টকমিষ্টি ফল। বৈজ্ঞানিক নাম অ্যাভারোয়া ক্যারামবোলা ইংরেজি নাম চাইনিজ গুসবেরি, ক্যারামবোলা। ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ। কামরাঙা টক স্বাদযুক্ত বা টকমিষ্টি হতে পারে। কোনও কোনও গাছে একাধিক বার বা সারা বছরই ফল পাওয়া যায়। এটি ভিটামিন এ ও সি-এর ভালো উৎস। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে ফল পাওয়া যায়।
উপকারিতা

কামরাঙার ঔষধিগুণও বিস্ময়কর। সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় কামরাঙা রাখতে পারেন প্রতি দিন।
অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে

কামরাঙা রুচি ও হজমশক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙা খুব উপকারী। কামরাঙায় আছে অ্যালজিক অ্যাসিড। এটি অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে।
রক্ত পরিষ্কারক

কামরাঙা রক্ত পরিশোধন করে। কামরাঙ্গার পাতা ও কচি, ফলে আছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
সর্দিকাশিতে উপকারী

কামরাঙা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি মেলে। দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপশম করে। শুকনো কামরাঙা জ্বরের জন্য খুব উপকারী।
কৃমিনাশক

কামরাঙা পাতা ও ডগার গুঁড়ো খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়। কৃমির সমস্যা সমাধানে কামরাঙা ফলও উপকারী। কামরাঙ্গার রসের সাথে নিমপাতা মিশিয়ে খেলে কৃমি দূর হয়।
অর্শ রোগে উপকারী

২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়ো জলের সঙ্গে রোজ এক বার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়। আর বাতের ব্যথায়ও কামরাঙা বেশ উপকারী।
  






«
Next
Newer Post
»
Previous
Older Post