Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের রাষ্ট্রপতি পদে লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারকে প্রার্থী ঘোষণা করছে কংগ্রেসসহ ১৭ বিরোধী দল।





ভারতের রাষ্ট্রপতি পদে লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারকে প্রার্থী ঘোষণা করছে কংগ্রেসসহ ১৭ বিরোধী দল।

বৃহস্পতিবার বিকালে ভারতীয় পার্লামেন্টের লাইব্রেরিতে অনুষ্ঠিত এক বৈঠকে থেকে ১৭ বিরোধী দল রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মীরার নাম ঘোষণা করে।

বৈঠক শেষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, আমরা মীরা কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করছি। আশা করি অন্য দলগুলিও তাকে সমর্থন করবে।

বিরোধীদের এ বৈঠকে সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ প্যাটেল, এনসিপি নেতা শারদ পাওয়ার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও ডি রাজা, ডিএমকের কানিমোড়ি, ন্যাশনাল কন্ফারেন্সের ওমর আবদুল্লাহ, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ ব্রায়েন, বিএসপির সতীশ শাহ এবং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব।

এছাড়াও জেডিএস, আরএসপি, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল এবং এআইইউডিএফ-এর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। এর তিনদিন পর ২০ জুলাই ফল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ বিহারের গভর্নর রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর দুদিন পর বিরোধীরাও প্রার্থী ঘোষণা করল।
  






«
Next
আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্টে স্ট্যাটাসের মর্যাদা দিয়েছে আইসিসি
»
Previous
বিলম্বির পাতা, বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে
Pages 22123456 »