চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড।
বুধবার কার্ডিফে টস জিতে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ ইংলিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান।
ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করে ইংলিশরা। প্রথম পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫২ রান।
দলীয় ৬ষ্ঠ ওভারে রুম্মান রাইসের বলে ক্যাচ আউট হন। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালিস। আউট হওয়ার আগে তিনি করেন ১৩ বলে ১৩ রান।
এদিকে পাকিস্তানি তরুণ পেস বোলার মোহাম্মাদ আমের ইনজুরির কারণে খেলতে পারছেন না
সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।