সৌম্য-সাব্বিরকে হারানোর পর তামিম ও মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই ভারতের ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
পরে সপাটে ব্যাট চালিয়ে বাংলাদেশকে বড় ইনিংসের ইঙ্গিত দেখানো সাব্বিরও ৭ম ওভারে ভুবনেশ্বরের বলেই বিদায় নেন। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর ক্রিজে আসেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে দুই উইকেটে ১ ৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
তামিম ৬৫ ও মুশফিক ৪২ রানে ক্রিজে রয়েছেন। এ জুটি এখন পর্যন্ত ১০৬ রানে অবিচ্ছিন্ন রয়েছেন।
এর আগে প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন সৌম্য। ২ বলে তিনি শূন্য রানেই বিদায় নেন।
ওয়ানডাউনে নামা সাব্বির রহমান ২১ বলে ১৯ রান করে জাদেজার হাতে ক্যাচ তুলে দেন।