খালেদা জিয়া ঘরে বসে দুর্গতদের জন্য মায়াকান্না করছেন: ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘরে বসে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকার পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর দুর্গতদের জন্য মায়াকান্না করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থেকেও পুরো ঘটনার তদারকি করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
আজ (শুক্রবার) কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় অনলাইন ভিত্তিক ওজন পরিমাপ ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোনও ধরনের খোঁজখবর নেননি। অথচ প্রধানমন্ত্রী সুইডেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর রাখছেন। প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন তিনি। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং সেনাবাহিনী প্রাণপণ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসছে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোনও প্রকার যানজটে পড়তে না হয়, সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান প্রধান সড়কগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ রহমতউল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।#