সিরিয়ার রাকায় মার্কিন হামলায় ৩০০ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ
মার্কিন হামলায় ধ্বংসস্তুপে পরিণত রাকা
সিরিয়ার রাকা শহরে মার্কিন বিমান হামলায় প্রায় ৩০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। সিরিয়া সংঘাত বিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশন এ তথ্য জানিয়েছে। এছাড়া, মার্কিন বাহিনীর হামলায় অন্তত এক লাখ ৬০ হাজার মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে রাকা শহর দখলের জন্য সিরিয়ার কথিত আরব জোট অভিযান শুরু করেছে। মার্কিন বাহিনী তাদেরকে গোলন্দাজ ও বিমান সহায়তা দিচ্ছে। এ সম্পর্কে জাতিসংঘ কমিশন বলেছে, মার্কিন বিমান হামলার কারণে আরব জোটের সামনে রাকা অভিযান চালানোর পথ খুলে গেছে কিন্তু মার্কিন হামলায় শুধু বেসামরিক নাগরিক নিহত হয় নি; এক লাখ ৬০ হজার মানুষও ঘরবাড়ি ছাড়া হয়েছে। নিহতদের মধ্যে শুধু এক মানসুরা এলাকাতেই মারা গেছে ২০০ ব্যক্তি।
এত বিপুল সংখ্যক বেসামরিক লোকজন মারা যাওয়ার পরও আমেরিকা বলছে, সীমিত পর্যায়ে অভিযান চলছে। সিরিয়ার এসব অভিযানে জাতিসংঘ কিংবা দামেস্ক সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয় নি আমেরিকা।#