সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করুন: মস্কোকে আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
সিরিয়ার আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গোলযোগপূর্ণ সিরিয়ার ইদলিব প্রদেশে সংঘঠিত রাসায়নিক হামলায় সরকারি বাহিনী জড়িত রয়েছে বলে অভিযোগ তোলে মস্কোর প্রতি এ আহ্বান জানান তিনি।
সিরিয়ার ইদলিব প্রদেশে গত (মঙ্গলবার) রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন নিহত হওয়ার এক দিন পর গতকাল বুধবার টিলারসন এ মন্তব্য করেন।
টিলারসন সাংবাদিকদের তার ভাষায় বলেন, 'এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ইদলিবে এ ধরনের বর্বরোচিত হামলা চালানো হয়েছে।' তিনি বলেন, তাই আমরা মনে করি আসাদ সরকারকে অব্যাহতভাবে সমর্থনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা রাশিয়ার জন্য এটাই উপযুক্ত সময়।
এদিকে, মার্কিন পররাষ্ট্র টিলারসনের আহ্বানের পরিপ্রেক্ষিতে রাশিয়া এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাবে মস্কো।পাশাপাশি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করতে একটি অনুসন্ধানী কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে দেশটি।#